বিক্ষোভ’ দিয়ে এফডিসিতে শুটিং শুরু হলো
বিনোদন: গত তিন মাস বিএফডিসি চত্বরে ছিল নীরব। করোনা ভাইরাসে বন্ধ ছিল সব কাজ। অবশেষে আজ (৮ জুন) শুরু হয়েছে শুটিং।
সকাল থেকে বিএফডিসিতে ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শুরু করেছেন পরিচালক শামীম আহমেদ রনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সেলিম খান।
তিনি বলেন, ‘অল্প কিছু কাজ বাকি ছিল। এ কারণে আজ শুটিং শুরু করলাম। আমি নিজে প্রযোজক সমিতির সদস্য। তাদের নিয়মের বাইরে আমি কিছু করব না। সব বিধিবিধান মেনে কাজ হচ্ছে। সন্ধ্যার মধ্যেই কাজ শেষ হবে। নইলে কাল সকালে আর একটু হতে পারে।’
‘বিক্ষোভ’ ছবিটি রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল, তাহলে এখন কেন আবার কাজ- এমন জিজ্ঞাসাতে এই প্রযোজক বলেন, ‘এডিটিংয়ের সময় আমাদের মনে হয়েছে, কিছু শট নতুন করে করলে ভালো হয়। তাও কেন্দ্রীয় কোনও চরিত্র নয়, ছোটখাটো কিছু বিষয়। আর সময় যেহেতু পাওয়া গেল, সেটা সেরে নিচ্ছি।’
ছবিটির প্রযোজক প্রযোজনা সংস্থা স্প্ল্যাশ মিডিয়ার মালিক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা পিংকি খান।
এতে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নবাগত শান্ত খানসহ আরও অনেকে অভিনয় করেছেন।