শাকিবের ‘প্রিয়তমা’ থেকে বুবলী বাদ!

সময়: 3:23 pm - June 7, 2020 | | পঠিত হয়েছে: 78 বার
শাকিবের 'প্রিয়তমা' থেকে বুবলী বাদ!

ঢাকা: ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা আসে কয়েক বছর আগেই। কিন্তু নানা কারণে এগোয়নি এর কাজ। সিনেমাটিতে শাকিবের সঙ্গে অভিনয়ের কথা ছিল বুবলীর।

তবে সময় বদলানোর সঙ্গে বদলে গেছে ‘প্রিয়তমা’ সিনেমার গল্প। আর বদলে গেছেন নায়িকা বুবলীও! অর্থাৎ এই সিনেমায় আর বুবলী কাজ করবেন না বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। বুবলীর পরিবর্তে অন্য কাউকে নেওয়া হচ্ছে প্রিয়তমার জন্য।

জানা গেছে, হিমেল আশরাফ বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। সেখানে তিনি ফিল্ম বিষয়ে পড়াশোনা করছেন। আগামী সেপ্টেম্বরে দেশে ফিরবেন। এরপর অক্টোবরে শুরু হবে ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং। আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

এদিকে অনেক দিন ধরেই অনেকটা লাপাত্তা বুবলী। তাকে সেভাবে কোথাও পাওয়া যাচ্ছে না। কিছু দিন আগে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছে। সেজন্য তিনি দেশের বাইরে রয়েছেন বলেও শোনা যায়। তবে প্রকৃতপক্ষে তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর