তাহসানকে বাবা দিবসের শুভেচ্ছা জানালেন সৃজিত

সময়: 12:49 pm - June 21, 2020 | | পঠিত হয়েছে: 60 বার
তাহসানকে বাবা দিবসের শুভেচ্ছা জানালেন সৃজিত

ঢাকা: বিশ্ব বাবা দিবস উপলক্ষে সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসান খানকে শুভেছা জানিয়েছেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। তাহসান-মিথিলা দম্পতির কন্যা আয়রার জন্যই এই শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) দিবাগত রাতে রাফিয়াথ রশীদ মিথিলা তার টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করে লিখেন—‘হ্যাপি ফাদা’রস ডে আইরার আব্বু।’

মিথিলার সেই পোস্ট শেয়ার দিয়েছেন সৃজিত। তবে ক্যাপশনটা লিখেছেন অন্যভাবে। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদেরকে এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, তাহসান ও মিথিলা দেশের শোবিজের জনপ্রিয় দম্পতি ছিলেন। কয়েক বছর আগে দীর্ঘ সংসার জীবনের ইতি টেনেছেন তারা। এরপর মিথিলা বিয়ে করেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে। বর্তমানে তাহসান-মিথিলার সন্তান আয়রা মিথিলা ও সৃজিতের সঙ্গেই থাকে।

এই বিভাগের আরও খবর