প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

সময়: 8:02 am - August 29, 2021 | | পঠিত হয়েছে: 53 বার
প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

বিনোদন: শিগগিরই বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর! কয়েক বছর ধরেই তার এক পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তবে সরাসরি সে কথা স্বীকার করেননি তিনি। এবার কি তাহলে সেই সম্পর্ককেই নাম দিতে চলেছেন শ্রদ্ধা কাপুর!

ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধা কাপুরের প্রেম নিয়ে এক সময় সরগরম ছিল বলিউড। কিন্তু শোনা যায় বাবা শক্তি কাপুরের মত না থাকার কারণেই সেই সম্পর্ক থেকে সরে আসেন অভিনেত্রী। এর কিছুদিন পর থেকেই ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা, এমনটাই গুঞ্জন। এবার শোনা যাচ্ছে, রোহনকেই বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধার মাসি পদ্মিনী কোলাপুরী বলেন, ‘বিয়ে হলে ঠিকই খবর পাবেন সকলে।’ পাশাপাশি শ্রদ্ধার বোন প্রিয়াঙ্কা শর্মা জানান, শ্রদ্ধার বিয়ে নিয়ে তিনি এক্সাইটেড। তাদের বিয়ের জন্য অপেক্ষা করছেন প্রিয়াঙ্কা।

সেখান থেকেই সকলের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর। এ বিষয়ে অবশ্য মুখ খোলেননি শ্রদ্ধা ও রোহন।

এই বিভাগের আরও খবর