ফাইনালে আর্জেন্টিনাকেই চাইছেন নেইমার

সময়: 6:07 am - July 6, 2021 | | পঠিত হয়েছে: 67 বার
ফাইনালে আর্জেন্টিনাকেই চাইছেন নেইমার

ক্রীড়া ডেস্ক: পুরো কোপা আমেরিকা টুর্নামেন্টেই জাদু দেখিয়ে যাচ্ছেন নেইমার। কখনও নিজে করছেন গোল আবার কখনও সতীর্থের গোলে রাখছেন অবদান। বলতে গেলে তারকা এ ফরোয়ার্ডের কাঁধে ভর করেই ফের এ টুর্নামেন্টেই ফাইনালে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। এবার সেই তিনিই শিরোপা লড়াইয়ের ম্যাচে প্রতিপক্ষ হিসেবেই আর্জেন্টিনাকেই চাইছেন।

শিরোপা জিততে ব্রাজিলের অবশ্যই চাওয়া হওয়া উচিত কলম্বিয়া ফাইনালে উঠুক। কিন্তু তেমনটা চান না নেইমার। শিরোপার আনন্দটা বহুগুণ বাড়িয়ে নিতেই ফাইনালে আর্জেন্টিনাকেই চায় সেলেসাওরা। নেইমার অন্তত সেটিই চান। আজ পেরুর বিপক্ষে জিতে সেটিই জানিয়েছেন গণমাধ্যমকে, ‘দেখুন আমি আর্জেন্টিনার সমর্থক। আমি কোপার ফাইনালে আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে চাই। কারণটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আর্জেন্টাইন দলে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে।’

কোপার ফাইনালে যদি ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইটা হয়, তবে সেটি হবে নেইমার-মেসির মধ্যেও। যা দেখতে মুখিয়ে ফুটবল প্রেমিরা। ব্যাপারটি নেইমারও জানেন। হয়তো তাই এ তারকাও শিরোপা জিততে মরিয়া হয়ে রয়েছেন। যা তার কথাতেও স্পষ্ট, ‘ফাইনালে আর্জেন্টিনা উঠলে আমি খুশি হব, কিন্তু সে ম্যাচে ব্রাজিলই জিতবে, প্রতিপক্ষ যে-ই হোক না কেন!’

চলতি কোপায় দুর্দান্ত খেলছে ব্রাজিল। যে কারণে সতীর্থদের পারফরম্যান্সে দারুণ খুশি নেইমার। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে পেরুর বিপক্ষে লুকাস পাকেতা দারুণ এক গোল করেন। নেইমারের মতে এই পাকেতা একজন ম্যাচ উইনারই, ‘পাকেতা দুর্দান্ত এক খেলোয়াড়। সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। সে সদ্যই দারুণ একটা মৌসুম কাটিয়ে এসেছে ফ্রান্সে। প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের জার্সি গায়ে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

আগামী ১১ জুন কোপার ফাইনাল। এরইমধ্যে সেখানে জায়গা করে ফেলেছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালেই দলটি পেয়ে শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ। সেই দলটি হতে আর্জেন্টিনা অথবা কলম্বিয়া। যদিও নেইমারের চাওয়া ফাইনালে উঠুক আর্জেন্টিনা।

এই বিভাগের আরও খবর