সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

সময়: 7:13 pm - May 6, 2024 | | পঠিত হয়েছে: 15 বার
সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড় মাত্র ১২.১৮।

শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি এবং টেস্ট দুই সিরিজেই ব্যর্থ হওয়ার পর সেই ধারাবাহিকতা চলছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। প্রথম ম্যাচে ১ এবং দ্বিতীয় ম্যাচে করেন ২৫ বল খেলে ২৩ রান।
সিরিজের বাকি ম্যাচগুলোতেও লিটনের অফ-ফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। যদিও এমন দুঃসময়েও তিনি পাশে পাচ্ছেন সহকারী কোচ নিক পোথাসকে।

লিটনের রান খরা নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। লিটন দাস আমাদেরকে অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। কাজেই কোন সন্দেহ নেই লিটন দাস অনেক রান করবে, যেটা সে আগেও করেছে। সে আমাদের দলের জন্য অনেক কিছু। সে ফিল্ডিংয়ে যা দিচ্ছে, সিনিয়র খেলোয়াড় হিসেবে সে ভূমিকা রাখছে। আপনারা যা দেখছেন, তার চেয়ে দলে সে অনেক বেশি অবদান রাখছে।’

তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ দল।

এই বিভাগের আরও খবর