চ্যাম্পিয়নস লিগেই দেখা মিলবে মেসি-রোনালদো দ্বৈরথ?
ক্রীড়া : অনেকদিন ধরেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে লড়াই দেখার সুযোগ পাচ্ছেন না ফুটবল প্রেমিরা। যে কারণে তাদের মনে রয়েছে চাপা ক্ষোভ। তবে চলতি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেই তারা পেতে পারেন স্বস্তি। কেননা ইউরোপ সেরার এ লড়াইয়ের শেষ চারে এবার দেখা হতে পারে মেসি-রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের সূচি চূড়ান্ত হয়েছে। যেখানে শেষ আটে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লাইপজিগ। আর, পিএসজির প্রতিপক্ষ আতালান্টা। তবে, রিয়াল, বার্সেলোনা, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মত বড় দল গুলোর কোয়ার্টার ফাইনাল এখনো নিশ্চিত হয়নি। তবে তা জানা যাবে ৮ আগস্ট। তার আগে অবশ্য একটু সম্ভাবনা দেখা দিয়েছে এ টুর্নামেন্টের সেমিফাইনালে রোনালদো-মেসি দ্বৈরথের। সিংগেল লেগ পদ্ধতিতে টুর্নামেন্টের বাকি অংশের খেলা অনুষ্ঠিত হবে পর্তুগালের লিসবনে।
চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। ইউসিএলের শেষ ১৬’র এখনো চারটি ম্যাচ বাকি। যেখানে জুভেন্টাসের মুখোমুখি হবে ফ্রেঞ্চ ক্লাব লিও’র। আর দ্বিতীয় লেগে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখক বাঁধা পেরোলেই রোনালদোর জুভেন্টোসের মুখোমুখি হতে পারে মেসির বার্সেলোনার।
কোয়ার্টার ফাইনালে রিয়াল-সিটির মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচে যে জিতবে, সে কোয়ার্টারের খেলবে জুভেন্টাস ও লিঁও’র বিপক্ষে। অন্যদিকে, বার্সা- নাপোলি ও বায়ার্ন-চেলসির রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ এখনো বাকি। এই দুই ম্যাচের জয়ী দল কোয়ার্টারে একে অপরের মুখোমুখি হবে। আর আগেই কোয়ার্টার নিশ্চিত হওয়া ৪ দল লাইপজিক লড়বে অ্যাথলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আর পিএসজির প্রতিপক্ষ আতালান্টা। কোয়ার্টার-সেমি ফাইনালে থাকছে না সেই চিরাচরিত ডাবল লেগ পদ্ধতিতে। সিংগেল লেগ পদ্ধতিতে পুরো টুর্নামেন্টই হবে পর্তুগালের লিসবনে।
সেমিফাইনালের ড্র’ও অনুষ্ঠিত হয়েছে নিয়নে। ড্র’টা এমন, দুই দল কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে বার্সা-রিয়াল ধ্রুপদী লড়াইও দেখার সুযোগ মিলতে পারে। ৭ ও ৮ আগস্ট হবে রাউন্ড অব সিক্সটিনের বাকি চার ম্যাচ। তবে এখনো কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনের ম্যাচ গুলো কবে নাগাদ হবে তার কোনো নির্দিষ্ট দিন ক্ষণ বলেনি উয়েফা।