পাবনা আর এম একাডেমী এসএসসি ১৯৯০ ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল ও বার্ষিকী বন্ধু মিলন মেলা
সময়: 1:47 am - April 9, 2024 | | পঠিত হয়েছে: 29 বার
পাবনা: পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমী ১৮৯৯ সালে স্হাপিত হয়। ঐতিহাসিক শতবর্ষের এই স্কুলের প্রাক্তন ব্যাচ ১৯৯০ প্রতি বছরের ন্যায় এ বছরেও বন্ধু মিলন মেলা ও ইফতার মাহফিল এর আয়োজন করেছে।
সোমবার (৮ এপ্রিল) এই ইফতার মাহফিল ও বার্ষিকী বন্ধু মেলা অনুষ্ঠিত হয়।
এই আলোড়ন সৃষ্টিকারি ব্যাচের সুসম্পর্ক ধরে রাখতে নিরল ভাবে পরিশ্রম করে যাচ্ছেন সে সময়কার ক্লাশ ক্যাপ্টেন ডাঃ মোঃ তাওহীদুল ইসলাম ( হিত)।
আজকের এই আয়োজনে দেশ বিদেশ থেকে আশা বন্ধুরাসহ আরো উপস্থিত ৯০ ব্যাচের বন্ধু ব্যারিষ্টার সাইফুদ্দিন খোকন, আশিকুর রহমান স্বাধীন, ইঞ্জিনিয়ার আবুল হাসানাত (বিদ্যুৎ), এম এ,আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম আশরাফুল প্রমুখ।