বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৯ লাখ ছাড়িয়েছে
ঢাকা: বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৯ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখ ৭৫ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬১ হাজার ১৫১ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৬১৩ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬২ লাখ ৫৭ হাজার ৫৭১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৮৮ হাজার ৯০০জন।
দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩৯ লাখ ৫২ হাজার ৭৯০ জন। মৃত্যু হয়েছে এক লাখ ২২ হাজার ৬৮১ জন।
তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬৬ হাজার ৪৬০ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১০ লাখ ৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ২৯৯ জন।
এদিকে দক্ষিণ আফ্রিকাকে টপকে সংক্রমণের তালিকায় ৫ম অবস্থানে চলে আসা পেরুতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ১২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৮ জনের।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬৬। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩১৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।