সোনু সুদের পর এগিয়ে এলেন দেব

সময়: 11:16 am - June 8, 2020 | | পঠিত হয়েছে: 111 বার
সোনু সুদের পর এগিয়ে এলেন দেব

ঢাকা: করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউন চলছে। যার ফলে মাসের পর মাস বিভিন্ন স্থানে আটকে আছে মানুষ। বিশেষ করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কাজ করা পরিযায়ী শ্রমিকরা আটকা পড়ার ঘটনা বেশি আলোচিত হয়েছে।

সেসব শ্রমিকের জন্য সুপারম্যান রূপে হাজির হন বলিউড তারকা সোনু সুদ। তিনি নিজ খরচে হাজারো পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দিয়েছেন।

এবার একই কাজ করলেন টালিউডের সুপারস্টার দেব। তিনি নেপাল থেকে ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন।

বিষয়টি নিয়ে টুইট করে দেব লিখেছেন, ‘শ্রমিকদের নেপাল বর্ডার থেকে ঘাটালে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এজন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তার টিমের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, দার্জিলিঙের সিএস, ডিএম, গৌতম সান্যাল সহ অন্যান্যদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

এছাড়া কিছু দিন আগেই দেব বলেছেন, শেষ পরিযায়ী শ্রমিকটি বাড়ি না ফেরা পর্যন্ত তার বিশ্রাম নেই।

দেবের এই মহৎ উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এর আগে তিনি নিজের সংসদীয় এলাকা ঘাটালের বাসিন্দাদের জন্য ১ কোটি রুপি সহায়তা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর