মোবাইলে কথা বলায় বাড়তি টাকা কাটা শুরু

সময়: 11:35 am - June 12, 2020 | | পঠিত হয়েছে: 106 বার
মোবাইলে কথা বলায় বাড়তি টাকা কাটা শুরু

বিজ্ঞান-প্রযুক্তি: ২০২০-২১ অর্থবছরের ঘোষিত বাজেটে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এসএমএস, কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের বাড়তি অর্থ খরচ শুরু হয়েছে।

বাজেটে ৫ শতাংশ সম্পূরক শুল্প বাড়ানোর প্রস্তাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রাহকদের কাছ থেকে এ বাড়তি অর্থ নেয়া শুরু করেছে।

এর আগে গতকাল ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেন।

৫ শতাংশ সম্পূরক শুল্প বাড়ানোর ফলে মোবাইল ফোনের সেবায় ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং অন্যান্য খরচ মিলে ২৭ দশমিক ৭৭ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ২৫ শতাংশ হয়েছে।

এদিকে মোবাইল ফোন অপারেটররা বলছে, আগে ১০০ টাকা খরচ করলে সরকারকে দিতে হতো ২১ টাকা ৫৭ পয়সা। ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোয় এখন তা হবে শতকরা ২৪ টাকা ৯৫ পয়সা। এই বাড়তি খরচ বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হয়েছে।

তবে ইন্টারনেটের ক্ষেত্রে ভ্যাট ৫ শতাংশ হওয়ায় ডেটা ব্যবহারে খরচ কিছুটা কম হবে বলেও জানায় অপারেটরগুলো।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সবশেষ মার্চ মাসের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ৪টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। আর ইন্টারনেট গ্রাহক রয়েছেন ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার।

এই বিভাগের আরও খবর