জাতিসংঘকেও টিকা সাধলেন পুতিন

সময়: 6:58 am - September 23, 2020 | | পঠিত হয়েছে: 59 বার
জাতিসংঘকেও টিকা সাধলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক-৫ জাতিসংঘ কর্মীদের বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের সাধারণ পরিষদের ভার্চ্যুয়াল অধিবেশনে পুতিন তার দেশে অনুমোদিত করোনার টিকাকে নির্ভরযোগ্য, নিরাপদ ও কার্যকর হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে প্রস্তুত এবং সব দেশকে সহযোগিতা অব্যাহত রাখতে চাই। এর মধ্যে রাশিয়ার টিকাও রয়েছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘রাশিয়া জাতিসংঘকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। বিশেষ করে জাতিসংঘ ও তার অফিসের কর্মীদের টিকা দেওয়ার জন্য আমাদের টিকা বিনা মূল্যে সরবরাহ করার প্রস্তাব দিচ্ছি।’

আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানায়, স্পুটনিক-৫ নিয়ে অন্যদের মধ্যে সন্দেহ থাকলেও পুতিন এই টিকা অন্য দেশগুলোকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। গত আগস্ট মাসে রাশিয়া তাদের প্রথম করোনার টিকার অনুমতি দেয়। অল্প কিছু মানুষের মধ্যে টিকাটি পরীক্ষা করায় এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।

টিকা অনুমোদনের সময় পুতিন বলেছিলেন, টিকার কার্যকারিতা ও স্থায়ী প্রতিরোধ সুরক্ষার বিষয়টি প্রমাণিত হয়েছে। এমনকি তার এক মেয়েও টিকাটি নিয়েছেন। মূলত দ্রুত টিকা অনুমোদন দেওয়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হচ্ছে, তৃতীয় ধাপে বা চূড়ান্ত ধাপে কয়েক মাস ধরে হাজারো মানুষের ওপর এটি পরীক্ষা না করা।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক গবেষকেদের একটি দল স্পুটনিক-৫ টিকার গবেষকদের কাছে একটি খোলা চিঠিতে টিকা গবেষণার তথ্য স্পষ্ট করতে বলেছেন। যদিও রাশিয়ার গবেষকেরাও তথ্যের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন।

বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত নিবন্ধে দাবি করা হয়, টিকার দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৪০ জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগে অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে। তাঁদের ৪২ দিন পর্যবেক্ষণ করা হয়। তবে নমুনা অল্পসংখ্যক মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি রাশিয়ার টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে মারাত্মক সন্দেহ রয়েছে।

তবে পুতিন মঙ্গলবার জাতিসংঘের অধিবেশনে বলেছেন, ‘জাতিসংঘের কিছু সহকর্মী এ বিষয়ে সাহায্য চেয়েছেন। তাদের কাছ থেকে দূরে থাকতে পারি না।’

পুতিনের প্রস্তাবের বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনকে তার উদার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাই। আমাদের চিকিৎসা পরিষেবাগুলোর মাধ্যমে বিষয়টি গবেষণা করা হবে।’

তবে বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গত সোমবার অবশ্য রাশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ টিকাটির প্রশংসা করেছেন। তিনি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস ক্লুগের উদ্ধৃতি দিয়ে বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাশিয়ার প্রচেষ্টার প্রশংসা করেছে এবং একে নিরাপদ ও কার্যকর বলেছে।

বিশ্বজুড়ে করোনার টিকা তৈরি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা চলছে। রাশিয়া সবার আগে করোনার টিকা অনুমোদন দেওয়ায় তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হলেও দেশটির কর্মকর্তারা এর পক্ষে দাঁড়িয়েছেন। পুতিন নিজেই একাধিকবার এ টিকার পক্ষে কথা বলেছেন। সর্বশেষ জাতিসংঘকেই টিকা নেওয়ার প্রস্তাব দিলেন।

এই বিভাগের আরও খবর