লা লিগায় টানা ছয় জয় রিয়াল মাদ্রিদের

সময়: 6:59 am - July 3, 2020 | | পঠিত হয়েছে: 89 বার
লা লিগায় টানা ছয় জয় রিয়াল মাদ্রিদের

ঢাকা: লা লিগার শীর্ষস্থানটা মজবুত করলো রিয়াল মাদ্রিদ। গেতাফের বিপক্ষে প্রত্যাশিত জয়ে বার্সেলোনা চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল জিনেদিন জিদানের দল।
ঘরের মাঠে গ্যালাক্টিকোরা জিতেছে ১-০ গোলে।

আলফ্রেড দ্যা স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল গেতাফের। সুযোগ তৈরি করলেও গোলকিপার থিবো কোর্তয়ার নৈপূন্যে রক্ষা পায় মাদ্রিদ। পাল্টা আক্রমণে গেতাফের রক্ষণ কাপালেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। স্কোর লাইন পরিবর্তন ছাড়াই শেষ হয় ফাস্টহাফ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় রিয়াল। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯ মিনিটে আসে সাফল্য। স্পট কিকে দলকে লিড এনে দেন অধিনায়ক সার্জিও রামোস। তাতে দুই মৌসুম পর লিগে টানা ছয় জয়ের দেখা পেল রিয়াল। ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৭৪। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০।

এই বিভাগের আরও খবর