মিথিলাকে নিয়ে ‘মন্তব্য’ করা যাবে না

সময়: 7:11 am - July 1, 2020 | | পঠিত হয়েছে: 155 বার
মিথিলাকে নিয়ে ‘মন্তব্য’ করা যাবে না

বিনোদন: সফল অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে সবার কাছে বেশ জনপ্রিয় রাফিয়াথ রশীদ মিথিলা। অভিনয় গুণে দর্শকদের কাছে তিনি যতটা জনপ্রিয়, ব্যক্তি জীবন নিয়ে ততটাই বিতর্কিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট কিংবা ছবি প্রকাশ করলেই সেখানে ভক্তদের কটু মন্তব্যের শিকার হতে হয় তাকে। ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনার বেশ অনেক দিন পেরিয়ে গেলেও যেনো হাফ ছেড়ে বাঁচতে পারছেন না এখনও।

সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো পোস্টেই হামলে পড়ে ব্যক্তিজীবন নিয়ে খোঁচা দিচ্ছেন সমালোচকরা। তাই সেটা সচেতনার পোস্ট হোক কিংবা মেয়েকে সঙ্গে ছবিই হোক; শত শত ‘কমেন্ট’ পড়ছে অভদ্র ভাষায়।

আর ঠিক সেই কারণেই এমন বিড়ম্বনা ঠেকাতে সম্প্রতি ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা ইন্সটাগ্রাম’র পাবলিক কমেন্ট বন্ধ করে দিয়েছেন এই অভিনেত্রী। তাই এখন থেকে মিথিলার পছন্দের বাইরে অন্য কেউ মিথিলাকে নিয়ে আর ‘কমেন্ট’ করতে পারবে না।

এই বিভাগের আরও খবর