ভয় পান মোদি, ৩৩ মিনিটের বক্তব্যে একবারও ‘চীন’ শব্দ বলেননি!

সময়: 10:55 am - June 29, 2020 | | পঠিত হয়েছে: 41 বার
ভয় পান মোদি, ৩৩ মিনিটের বক্তব্যে একবারও ‘চীন’ শব্দ বলেননি!

ভারত : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের নাম না করে বলেছেন, লাদাখে যারা চোখ তুলে তাকিয়েছিল, তারা কঠোর জবাব পেয়েছে। ভারত যেমন বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, তেমনি চোখে চোখ রেখে যোগ্য জবাব দিতে জানে। আমাদের বীর সৈনিকরা দেখিয়ে দিয়েছেন, তারা কখনওই ভারতমাতার গৌরবে আঁচ পড়তে দেবেন না।’

ভারতের প্রধানমন্ত্রী রোববার রেডিওতে ‘মন কী বাত’ বা মনের কথা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। সম্প্রতি ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্মকর্তাসহ ২০ ভারতীয় জওয়ান নিহত হন। নিহত জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘লাদাখে আমাদের যে বীর জওয়ানরা শহীদ হয়েছেন, তাদের সামনে গোটা দেশ আজ শ্রদ্ধায় অবনত। তাদের পরিবারের মতোই গোটা দেশ তাদের হারানোর দুঃখে কাতর।’

ভারতে বিভিন্ন সময় হামলা হয়েছে। তবে সেই চ্যালেঞ্জকে প্রতিহত করেই ভারত এগিয়েছে। প্রতিবেশীদের আচরণ আমরা দেখেছি, তা প্রতিরোধ করেছি বলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।

মোদির ‘মন কী বাত’ বা মনের কথা অনুষ্ঠানে বক্তব্য প্রসঙ্গে প্রধান বিরোধীদল কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেছেন, ৩৩ মিনিট মনের কথা কিন্তু একবারও ‘চীন’ শব্দ বলেননি। প্রধানমন্ত্রী চীনকে এত ভয় পান কেন?

রণদীপ সিং সূর্যেওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ‘এবার নেপাল এই প্রথমবার সীমান্তে সেনাবাহিনী রেখেছে! মোদি থাকলে এটাও সম্ভব।’

এই বিভাগের আরও খবর