ফাহাদ হত্যা মামলার বিচার কাজ আবারও শুরু হচ্ছে আজ

সময়: 7:34 am - August 22, 2021 | | পঠিত হয়েছে: 82 বার
ফাহাদ হত্যা মামলার বিচার কাজ আবারও শুরু হচ্ছে আজ

ঢাকা: করোনায় বিধিনিষেধের কারণে প্রায় সাড়ে চার মাস পর আজ থেকে আবারও শুরু হচ্ছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ।

আসামিদের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। েআলোচিত এই হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবীরা সাফাই সাক্ষী পেশ করবেন আজ রোববার (২২ আগস্ট)। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সাফাই সাক্ষী ও আত্মপক্ষ সমর্থনে যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার দিন ঠিক করবেন বিচারক।

গত বছরের ১৫ই সেপ্টেম্বর পলাতক ৩ আসামিসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারের বাইরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনসহ মোট ২২ আসামি কারাগারে আছে আর পলাতক ৩ জন।

২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। আবরার বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

এই বিভাগের আরও খবর