মেয়র সাদিক আব্দুল্লাহসহ ৫৮ জনের নামে মামলা

সময়: 5:57 pm - August 19, 2021 | | পঠিত হয়েছে: 41 বার
মেয়র সাদিক আব্দুল্লাহসহ ৫৮ জনের নামে মামলা

ঢাকা: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ১ নং আসামি করে ৫৮ জনের নামে মামলা করেছে পুলিশ।

এ মামলায় নামধারী ৫৮ আসামি ছাড়াও অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়। মামলার বাদী হয়েছেন এসআই শাহ জালাল মল্লিক।

বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া পথরোধ করিয়া পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করাসহ হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া এবং গুলি বর্ষন করার অপরাধে ১৩টি ধারা আনা হয় দায়েরকৃত মামলায়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত সকল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর