ইথিওপিয়ায় ৪ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষে

সময়: 7:30 am - July 3, 2021 | | পঠিত হয়েছে: 31 বার
ইথিওপিয়ায় ৪ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষে

ঢাকা: ইথিওপিয়ার তাইগ্রেতে চলমান যুদ্ধের কারণে অঞ্চলটিতে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলটির চার লাখেরও বেশি মানুষ এখন দুর্ভিক্ষের ভেতরে বাস করছেন। জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এছাড়াও দুর্ভিক্ষের ফলে অন্তত ৩৩ হাজার শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। পাশাপাশি আট মাসের এই সংঘাতে আরও ১৮ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

টিগ্রে সংকট নিয়ে গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠকে এসব তথ্য জানান সংস্থাটির মানবাধিকার সহায়তা তহবিলের ভারপ্রাপ্ত প্রধান রমেশ রাজাসিংহাম। তিনি জানান, ইথিওপিয়ায় কয়েক দশকের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে। প্রায় ৫২ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

গত সোমবার ইথিওপিয়ার সরকার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দিলেও বিদ্রোহী গোষ্ঠী টিগ্রে পিপল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত আট মাসের সংঘাতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। সংঘাতে আরও ২০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। উভয়পক্ষের বিরুদ্ধেই গণহারে মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর