ভারতে করোনা থেকে সেরে উঠা শিশুদের মধ্যে বাড়ছে বিরল রোগের ঝুঁকি

সময়: 8:13 am - June 28, 2021 | | পঠিত হয়েছে: 41 বার
ভারতে করোনা থেকে সেরে উঠা শিশুদের মধ্যে বাড়ছে বিরল রোগের ঝুঁকি

ঢাকা: ভারতে করোনা থেকে সেরে ওঠা শিশুদের মধ্যে বাড়ছে বিরল এক রোগের ঝুঁকি। মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম বা এমআইএস-সি নামের এই রোগে শিশুদের রয়েছে মস্তিষ্ক, কিডনি, হার্টের মত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে মারাত্মক প্রদাহের আশঙ্কাসহ জীবননাশের ঝুঁকি।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন রোগটির ভয়াবহতা, কারণ বা কতজন এতে আক্রান্ত সে বিষয়ে তাদের কাছে তেমন কোন তথ্য নেই। উপসর্গবিহীন করোনা আক্রান্ত শিশুরা সেরে ওঠার ৪ থেকে ৬ সপ্তাহ পর রোগটিতে আক্রান্ত হয়। তাদের মধ্যে শ্বাসকষ্ট, তীব্র জ্বর ও নিম্ন রক্তচাপের মতো উপসর্গ দেখা দেয়। রোগটির কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে না পারলেও

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের তীব্র সংক্রমণে ইমিউনিটি সিস্টেমে ক্ষতির কারণে রোগটি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত শিশুদের ভেন্টিলেশনের ব্যবস্থাসহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিতে হয়। যুক্তরাষ্ট্রে ৪ হাজারের বেশি শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৬ শিশু।

এই বিভাগের আরও খবর