গরুর ট্রাকে ৪০ হাজার ইয়াবা, গ্রেপ্তার
ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় গরুর ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. ইউনুস হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
শনিবার (১৯ ডিসেম্বর) র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাব-৪ এর একটি আভিযানিক দল গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. ইউনুস হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেটকারসহ বিভিন্ন বাহনে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকার মিরপুরসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো।
গ্রেপ্তারকৃতের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, একটি মোবাইল, চারটি গরু এবং নগদ ১২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।