ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪৬
ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগগের উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেন এসব তথ্য নিচ্শিত করেছেন।
ডিএমপির তথ্য মতে, শনিবার থেকে আজ রবিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
জানা যায়, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৬,৬৫০ পিস ইয়াবা, ৭৭ গ্রাম হেরোইন, ১ কেজি ৩৮০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তথ্য মতে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।