শ্রমিক সংগঠনগুলোর সমালোচনা করে ভিপি নুর বলেছেন ধান্দাবাজদের নেতা মানবেন না

সময়: 9:19 am - November 3, 2020 | | পঠিত হয়েছে: 74 বার
শ্রমিক সংগঠনগুলোর সমালোচনা করে ভিপি নুর বলেছেন ধান্দাবাজদের নেতা মানবেন না

ঢাকা: দেশের শ্রমিক সংগঠনগুলোর সমালোচনা করে সাধারণ শ্রমিকদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ধান্দাবাজদের নেতা হিসেবে মানবেন না। আপনার পাশে যে দাঁড়ায় আপনারা তাকে নেতা মানবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনও শক্তি নেই আপনাদের সঙ্গে অন্যায় করে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

‘শ্রমিক সংগঠনগুলো যৌক্তিক দাবিতে প্রেসক্লাবের সামনে দাঁড়ায় না’- বলেও অভিযোগ করেন ভিপি নুর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রমিক লীগ কথা বলেছে স্মারকলিপি দিয়েছে। শ্রমিক লীগ নেতার ৫টি বাস, তার তিনটি গার্মেন্টস ফ্যাক্টরি, তার ঢাকায় ৬-৭টি ফ্ল্যাট। সে কীসের শ্রমিক নেতা?’

শ্রমিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একজন মারলে আরেকজন দৌড়ে পালানো যাবে না। হেফাজতে ইসলামী বাংলাদেশ ৫ মে তাদের দাবি নিয়ে আপস করেনি। তারা লাশ হয়েছে, কিন্তু আপস করেনি। আন্দোলন-সংগ্রাম করতে হলে নৈতিক জোর লাগবে।’

মঙ্গলবার (০৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, ‘আজকের রাজনীতি তো দুর্বৃত্তদের জন্য, যারা কালো টাকার মালিক তাদের জন্য। সেজন্য রাজনীতিকে সংস্কার করতে হবে।’

সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নুর বলেন, ‘রিকশা না চললে মানুষ অচল হয়ে যাবে। রিকশা কিভাবে চলবে সেটার আইন-কানুন আপনারা ঠিক করেন। আপনারা যে হঠকারী সিদ্ধান্ত নেন তার কারণেই বারবার বিশৃঙ্খলা তৈরি হয়। আজকে আপনারা যারা মেয়র হয়েছেন, সচিব হয়েছেন- আপনারা কী বুঝবেন শ্রমিকদের কথা?’

তিনি বলেন, ‘শুধু এসি রুমে বসে রাজনৈতিক বক্তব্য দিয়ে আর সহমত প্রকাশের রাজনীতির কারণে স্বাধীনতার ৫০ বছরেও এ দেশে কোনও পরিবর্তন হয়নি। একটি দুর্বৃত্ত শ্রেণি গড়ে উঠেছে দেশে। রাজনীতিতে রিকশাওয়ালা, পুলিশ, আর্মি, সিভিল সবার অংশগ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে। আপনি যে দলই করেন আমার আপত্তি নেই, কিন্তু আমি বিশ্বাস করি যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি নিয়ে যারাই কথা বলবে আমরা তাদের পাশেই দাঁড়াবো।’

এই বিভাগের আরও খবর