মাঝ আকাশে দুই বিমানে সংঘর্ষ, সব যাত্রী নিহত
আন্তর্জাতিক : ফ্রান্সে মাঝ আকাশে পর্যটন বিমানের সঙ্গে একটি মাইক্রোলাইট এয়ারক্যাফ্টের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার সাড়ে ৪টার দিকে পশ্চিম ফ্রান্সে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দুটি বিমানে সব মিলিয়ে ৫ জন যাত্রী ছিলেন। বিমান দুর্ঘটনার সবাই মারা গেছেন। মাইক্রোলাইট এয়ারক্রাফ্টে যাত্রী ছিলেন মাত্র দুজন। আর ডিএ৪০ নামে অপর যে পর্যটক বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন ৩ জন।
নাদিয়া সেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমান আগুন ধরে যায়।
পরে দমকলের ৫০ জন কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ৫ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানান ফ্রান্সের ওই কর্মকর্তা।
এর আগে ২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রীবাহী বিমান ভেঙে ১৪৮ জনের প্রাণহানি হয়েছিল।