সালাউদ্দিন সাধারণ মানুষকে পানির বাবদ অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে: মনু

সময়: 5:40 am - October 4, 2020 | | পঠিত হয়েছে: 62 বার
সালাউদ্দিন সাধারণ মানুষকে পানির বাবদ অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে: মনু

ঢাকা: ঢাকা ৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু বিএনপির প্রার্থী সালাউদ্দিনের সমালোচনা করে বলেছেন, আপনি জনপ্রতিনিধি থাকাকালীন শনির আখড়া এলাকার সাধারণ মানুষ এক মাস ধরে পানি পানি নাই। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিলো। সালাউদ্দিন আপনি পানির বাবদে তাদের অস্ত্র দেখিয়ে ভয় দিয়েছে। তখন সাধারণ মানুষ বাধ্য হয়ে আপনাকে দৌড়ানি দিয়েছিল।

মনিরুল ইসলাম বলেন, বিএনপির এমন একটা দৌড়ানি দেওয়া মানুষকে কিভাবে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করলো সেটা আমার বুঝে আসে নাই।

গতকাল রাত্রে যাত্রাবাড়ী এলাকায় ৪৮ নং ওয়ার্ডে পথসভা এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ পথসভার আয়োজন করা হয় ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে। এছাড়া এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগের এ মনোনীত প্রার্থী।

অত্র এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা কালে তিনি নৌকার পক্ষে সকলের কাছে ভোট চান এবং সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুন অর রশিদ মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলার ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আলহাজ্ব আবুল বাশার অনু। এছাড়া ঢাকা ৫ আসনে আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিনকে উদ্দেশ্য করে মনু বলেন, পানি কেলেঙ্কারির ঘটনার পর যাত্রাবাড়ী এলাকার মানুষ তাকে দৌড়ানি দিয়েছিল সেখান থেকে তাকে দৌড়ানি সালাউদ্দিন হিসেবে জানে সবাই। সেই সালাউদ্দিন এমপি প্রার্থী হয়েছে। সে একজন খারাপ মানুষ। বিএনপি কি ভাবে তাকে এমপি প্রার্থী করেছে সেটা বুঝে আসেনা। সে বিশাল নাটক বাজ।

তিনি বলেন, কিছুদিন আগে আমাদের এলাকায় সালাউদ্দিন দরজা বন্ধ করে মিটিং করেছে। এখন সে অভিযোগ দিচ্ছে আমরা নাকি তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, সে একজন মিথ্যুক। এই মৃত্যুকে কেউ ভোট দিবে না। সে মসজিদের ইমাম সাহেবকে মেরেছে সাধারণ মানুষকে অনেক অত্যাচার করেছে। সে মানুষ না অমানুষ ! এমপি কি মামা বাড়ির আবদার, যে প্রার্থী হলাম আর হয়ে গেলাম, জনগণের পাশে না থেকে। এ এলাকার মানুষ বহিরাগত এমপিকে চায়না। তারা নৌকাকে পছন্দ করে।

তিনি বলেন, আমি সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলতে চাই। আপনি এই এলাকায় কি কি উন্নয়ন করেছেন? আপনার আমলে স্কুল-কলেজ রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। শুধু নিজেরাই খেয়েছেন। আপনি বারবার বলছেন আমি আপনার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছি। আমি কেন আপনার নির্বাচনী প্রচারণায় বাধা দিবো। আপনার তো কোনো প্রচার-প্রচারণা নাই। অভদ্র মানুষকে যাত্রাবাড়ী এলাকার মানুষ মেনে নেবে না।

সালাউদ্দিন সাধারণ মানুষকে পানির বাবদ অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে: মনু

তিনি বলেন, সালাউদ্দিন বলেছে আমি না কি এ এলাকার বহিরাগত। আমি বলতে চাই আরে দুষ্টু ছেলে বহিরাগত তো তুমি। তোমার বয়স কতো? তোমাকে মানুষ চেনে!

তিনি বলেন, তোমরা তো সরকার থাকাকালীন অবস্থায় চুরি করেছো। দেশে যদি উন্নয়নের কথা বলি। আরে দুষ্টু ছেলে আমার সরকার এদেশের উন্নয়ন করেছে। উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।

দলীয় এ এমপি প্রার্থী আরো বলেন, হাজার কালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তার মত দেশ প্রেমিক মানুষ এদেশের মাটিতে নাই। সারা বাংলাদেশে তিনি একটি উন্নয়নমূলক দেশ হিসেবে গড়ে তুলেছেন।

তিনি বলেন, ভাইয়েরা আমাদের এই ফ্লাইওভার কে করেছেন? আমার নেত্রী আমাদের সরকার।  আমাদের এ মেট্রোরেল এটি কার অবদান আমার নেত্রী আমার সরকারের অবদান। পদ্মা সেতু আমাদের সরকারের অবদান।

তিনি বলেন, এই মহামারী করোনাভাইরাস এর সময় সারা বিশ্বের মৃতের চেয়ে আমাদের দেশে মৃতের সংখ্যা কম। আল্লাহর রহমতে আমাদের নেত্রীর নির্দেশনায় বাংলাদেশ সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে কিছুটা সক্ষম হয়েছে।

মনির ইসলাম বলেন, আমি যদি নির্বাচনী হয়, ইনশাল্লাহ এই এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখবো। এবং বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থাকবো।

 

ভোরের পাতা/ভিআর/আই

এই বিভাগের আরও খবর