রাবি উপচার্যসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সময়: 11:07 am - September 15, 2020 | | পঠিত হয়েছে: 105 বার
রাবি উপচার্যসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আবদুস সোবাহানসহ ছয় জনের বিরুদ্ধে নিয়ম বর্হিভূতভাবে পেনশন আটকে রাখার অভিযোগ আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাবির সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজান উদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত এ মামলা করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী নুরে কামরুজ্জামান ইরান।

তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। মামলার অপর পাঁচ আসামির মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের চার জন রেজিস্ট্রার ও রাবির শেখ রাসেল স্কুলের সভাপতি।

আইনজীবী আরও জানান, মামলার বাদী মোমেনা জীনাত রাবি শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বর্হিভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে বলে মামলায় তিনি অভিযোগ করেছেন।

এই বিভাগের আরও খবর