দেশে করোনায় মৃত্যু ৪০০০ ছাড়ালো

সময়: 6:26 pm - August 27, 2020 | | পঠিত হয়েছে: 54 বার
দেশে করোনায় মৃত্যু ৪০০০ ছাড়ালো

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। দেশে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৪৫ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সারাদেশের ৯১টি ল্যাবে নমুনা পরীক্ষা ও সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৮৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৫৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৮ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ।

এই বিভাগের আরও খবর