চবি উপাচার্যসহ পরিবারের ৫ সদস্যের সুস্থতায় ছাত্রলীগ নেতা বাপ্পীর দোয়া মাহফিল
সময়: 7:24 pm - July 19, 2020 | | পঠিত হয়েছে: 128 বার
চবি: করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও তার পরিবারের অন্য চার সদস্যের সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে ছাত্রলীগ নেতা এস এ বাপ্পী।
শুক্রবার (১৭ জুলাই) নগরীর দুই নম্বর গেইট এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, শনিবার (১১ জুলাই) চবি উপাচার্যসহ পরিবারের পাঁচ সদস্যের করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা এস এ বাপ্পী বলেন, আমার অভিভাবক ভিসি ম্যাম এবং তার পরিবারের সদস্যদের দ্রুত করোনা মুক্তির জন্য কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ যেন ভিসি ম্যাম এবং তার পরিবারের করোনা আক্রান্তদের দ্রুত সুস্থ করে দেন।