দুর্দান্ত জয়ের পর প্রশংসায় ভাসছে ক্যারিবীয়রা
ক্রীড়া: করোনা ভীতি কাটিয়ে কয়েকদিন আগেই ফিরেছে মাঠের ক্রিকেট। যে লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজের প্রথম টেস্ট জেসন হোল্ডারের দল জিতে নিয়েছে ৪ উইকেটে। এই সাফল্যের পর এখন প্রশংসায় ভাসছে উইন্ডিজের ক্রিকেটাররা। ক্যারিবীয় বন্দনায় মেতেছেন ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, ভিভিএস লক্ষন, ড্যানি মরিসন ও মাইকেল ভনের মতো ক্রিকেটাররা।
ইংলিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত জয়ের পর সাবেক তারকা ক্রিকেটাররা টুইটারে মাতলেন প্রশংসায়। শ্রীলঙ্কার সাবেক তারকা কুমার সাঙ্গাকারা বললেন, ‘দুর্দান্ত এক টেস্ট ম্যাচ দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হলো! লড়াকু আর দৃঢ় মানসিকতা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার ও বেন স্টোকস, দুজনই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।’
উইন্ডিজ ক্রিকেটের সোনালী যুগের ক্রিকেটার ভিভ রিচার্ডসও অনুজদের সাফল্যে খুশি, ‘করোনার বিরতির পর প্রথম ক্রিকেট ম্যাচটি আমাদের হলো। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ছেলেরা। এই ম্যাচে জয় ওদের প্রাপ্য। তোমরা আমাদের গর্বিত করেছো।’
আরেক লিজেন্ড ব্রায়ান লারাও মুগ্ধ। তিনি বলছিলেন, ‘দুর্দান্ত এক টেস্ট ম্যাচ জয়! জেসন হোল্ডার ও তার দলকে অভিনন্দন জানাই।’
ইংল্যান্ডের বিপক্ষে জয়ে শেষ দিনে রবিবার জার্মেইন ব্ল্যাকউড করেন ৯৫ রান। তার ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ শচীন টেন্ডুলকার। যা তিনি প্রকাশ করেছেন টুইটারে, ‘দুই দলের ক্রিকেটাররাই দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখাল। রান তাড়ায় জার্মেইন ব্ল্যাকউড গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে পার করিয়েছে। দারুণ জয়, সিরিজটি এখন জমে উঠল।’
সামনে থেকে নেতৃত্ব দিলেন জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি এনিয়ে বলছিলেন, ‘দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ! ধৈর্য্য, দুর্দান্ত স্কিল ও পরিণত পারফরম্যান্স। চমৎকার নেতৃত্বে দিলো জেসন হোল্ডার।’
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষন জানাচ্ছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে অনেক অভিনন্দন। জেসন হোল্ডারের নেতৃত্ব ছিল খুবই ভালো। চতুর্থ ইনিংসে অসাধারণ ইনিংস খেলেছে ব্ল্যাকউড।’
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্টের শেষ দিনের খেলা দেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উইন্ডিজের জয় দেখে লিখলেন, ‘ওয়াও ওয়েস্ট ইন্ডিজ… কী দারুণ জয়! টেস্ট ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী।’
ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন তার দেশের হারে হতাশ। তবে টেস্ট ম্যাচটি আনন্দ দিয়েছে তাকে, ‘টেস্ট ক্রিকেটের জন্য দারুণ একটি সপ্তাহ। ওয়েস্ট ইন্ডিজ যে এই পরিস্থিতির মধ্যে এখানে এসে খেলছে, এটা অসাধারণ। তাদের এতটা ভালো খেলা ও জয়, এটা অবিশ্বাস্য! যদিও আমার মনে হয় না, ইংলিশ সমর্থকরাও খুব হতাশ হবেন।’