করোনামুক্ত হলো নিউজিল্যান্ড

সময়: 9:42 am - June 8, 2020 | | পঠিত হয়েছে: 49 বার
AUCKLAND, NEW ZEALAND - APRIL 09: Police stop traffic heading north on state highway one in Warkworth on April 09, 2020 in Auckland, New Zealand. With New Zealand in lockdown due to COVID-19, police are setting up checkpoints across the country to ensure people on the roads are travelling for essential purposes only. The Easter long weekend is a popular time for New Zealanders to go on holiday, however current Level 4 restrictions in place due to the coronavirus (COVID-19) pandemic requires everyone to remain at the place of residence they were in as of midnight 25 March when New Zealand went into lockdown. (Photo by Fiona Goodall/Getty Images)

ঢাকা: ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এই প্রথম নিউজিল্যান্ড ‘করোনাশূন্য’ (জিরো অ্যাকটিভ কেইস) হল। নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড সোমবার বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, সবশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপসর্গমুক্ত। সেই হিসেবে নিউজিল্যান্ডে এখন কোনো কভিড-১৯ রোগী শূন্য।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মারা গেলেও বাকি ১৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটি এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করিয়েছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা নাগাদ দেশটি করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিতে পারে। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৬ হাজার ১০৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭০ লাখ ৮৬ হাজার ৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫৯ হাজার ৯৭২ জন।

মৃত এবং আক্রান্তের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯১ জনের মৃত্যু হয়েছে। তাতে সেখানে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৪৬৯ জনের প্রাণ গেল নতুন এই রোগে। মোট আক্রান্ত ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন।

এই বিভাগের আরও খবর