কামাল লোহানীকে শেষ শ্রদ্ধা দুপুরে, বিকেলে দাফন

সময়: 10:31 am - June 20, 2020 | | পঠিত হয়েছে: 66 বার
কামাল লোহানীকে শেষ শ্রদ্ধা দুপুরে, বিকেলে দাফন

ঢাকা: প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য উদীচী কার্যালয়ে নেওয়া হবে। আজ শনিবার দুপুর ২টার দিকে তার মরদেহ সেখানে নেওয়া হবে বলে জানিয়েছেন উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।

শ্রদ্ধা নিবেদন শেষে কামাল লোহানীর মরদেহ নেওয়া হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনাতলা গ্রামে। সেখানেই স্বাস্থ্যবিধি মেনে আজ বিকেলে দাফন করা হবে তাকে। তার ছেলে সাগর লোহানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ১০টা ১০ মিনিটে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল লোহানী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে গতকাল শুক্রবার কামাল লোহানীর কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানান তার মেয়ে ঊর্মি লোহানী। কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায়ও দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

এর দুদিন আগে ফুসফুস ও কিডনি জটিলতার কারণে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথ এলাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর