টেস্ট কম তবুও আক্রান্ত ছাড়াল ৩ হাজার, মৃত্যু আরও ৪৫

সময়: 12:21 pm - June 19, 2020 | | পঠিত হয়েছে: 71 বার
আরও ৪০ জনের মৃত্যু, আরও ৩৮৬৮ আক্রান্ত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা গতকালের চেয়ে ১২১৪ এবং গত পরশুর তুলনায় ২৪৮২টি নমুনা কম।

এই নমুনা পরীক্ষা কম হলেও গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৩ হাজার ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৪৫ প্রাণ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৮৮ জনে।

করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার (১৯ জুন) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে সংযুক্ত হয়ে এ স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪২ হাজার ৯৪৫ জন।

এই বিভাগের আরও খবর