করোনা মোকাবিলায় পেশাদারিত্ব দেখাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সময়: 8:38 pm - June 18, 2020 | | পঠিত হয়েছে: 41 বার
করোনা মোকাবিলায় পেশাদারিত্ব দেখাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ঢাকা: করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার যে দায়িত্ব দেবে, বাংলাদেশ সেনাবাহিনী তা পেশাদারিত্বের সঙ্গে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রামে তিনি এ কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, দেশে নভেল করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে দেশকে তিনটি জোনে (রেড, ইয়েলো ও গ্রিন) ভাগ করা হয়েছে।

এর আগে গেল মঙ্গলবার (১৬ জুন) আইএসপিআর-এর এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রেড জোনগুলোতে সরকারি নির্দেশনাবলি যথাযথ পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর