‘চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র’

সময়: 6:43 pm - October 22, 2021 | | পঠিত হয়েছে: 126 বার
‘চীন হামলা করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র’

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। কারণ চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে।

বৃহস্পতিবার জো বাইডেন বলেছেন, বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ রয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত টাউনহলে এক আয়োজনে বাইডেন বলেন, চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বেইজিং থেকে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

যদিও ওয়াশিংটন আইন অনুসারে তাইওয়ানকে আত্মরক্ষার উপায় বলে দেয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের ক্ষেত্রে কৌশলগত অস্পষ্টতার নীতি অনুসরণ করে আসছে। চীনের আক্রমণের ক্ষেত্রে সামরিকভাবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কি না, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছিল না।

২০২১ সালের আগস্টে মার্কিন এক কর্মকর্তা বলেছিলেন যে, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- তাইওয়ান হামলার শিকার হলে ওয়াশিংটন তাদের রক্ষা করার জন্য লড়বে; তবে তাইওয়ান সম্পর্কে নীতি পরিবর্তন হয়নি। সূত্র: ডয়চেভেলে।

এই বিভাগের আরও খবর