মেয়র তাপসের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে কাউন্সিলর মানিক

সময়: 11:41 am - September 11, 2021 | | পঠিত হয়েছে: 128 বার
মেয়র তাপসের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করছে কাউন্সিলর মানিক

ঢাকা: করোনা মহামারির দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে শিক্ষার্থীরা। মহামারির মধ্যে রবিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার প্রস্তুতি নিয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাকালে সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয়, সেই কারণেই ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করার জন্য মাঠে থেকে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।

সম্প্রতি সরকার ঘোষিত স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর থেকে কাউন্সিলর মানিক তার এলাকার স্কুল-কলেজে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম অব্যাহত রাখেন।

২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিক জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের নেতৃত্বে অত্র এলাকার স্কুল-কলেজে সকালে লার্ভিসাইড ও বিকালে ফগিং এর মাধ্যমে কাজ চলছে। যাতে কোন শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত না হয়।

তিনি বলেন, অত্র এলাকার স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ থাকায় বিভিন্ন পাত্রে অথবা টপে পানি জমে থাকতে পারে। সেখানে ডেঙ্গু মশার জন্ম হয়। স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের নেতৃত্বে সচেতন মূলক কাজ করে যাচ্ছি।

স্কুল কলেজের কর্তৃপক্ষের উদ্দেশ্যে কাউন্সিলের মানিক বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিষ্কার রাখুন ও ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করুন। তাতে আপনারা ও শিক্ষার্থীরা সুরক্ষা থাকতে পারবে।

তিনি বলেন, আমরা যদি একটু সচেতন হই এবং এই এডিস মশার উৎসস্থল ধ্বংস করি তবে খুব দ্রুত ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

তিনি বলেন, মশার লার্ভা সাধারণত স্থায়ী পানিতে দ্রুত ছড়িয়ে পড়ে। বাসার বারান্দায় রাখা গাছের টব, প্লাস্টিকের ব্যাগ, টিনের কৌটা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলে পানি জমতে দেয়া যাবে না। তাহলেই জেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

 

এই বিভাগের আরও খবর