কাতারের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সময়: 7:13 am - November 19, 2020 | | পঠিত হয়েছে: 118 বার
কাতারের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দোহার উদ্দেশে দেশ ছাড়বেন জামাল ভূঁইয়ারা।

করোনা আক্রান্ত হওয়ায় এ সফরে যেতে পারছেন না কোচ জেমি ডে। তবে সফরে যুক্ত হয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম। চোটের কারণে নেপালের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।

মামুনুল ছাড়াও প্রাথমিক স্কোয়াডে যোগ হয়েছেন- পাপ্পু হোসেন, ডিফেন্ডার রায়হান হাসান ও মনজুরুর রহমান মানিক।

কাতার ম্যাচের জন্য বুধবার ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। নেপালের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন সেই দলে। আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় পর্বের ম্যাচ এটি।

ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী বাফুফের কর্মকর্তারা। কারণ ঘরের মাঠে প্রথমপর্বে কাতারের বিপক্ষে ০-২ গোলে হারলেও সেই ম্যাচে দারুণ লড়াই করেছিলেন জামাল-মামুনুলরা। তা ছাড়া নেপালের বিপক্ষে সিরিজ জয়ে বেশ চাঙ্গা বাংলাদেশ দল।

কাতারের বিপক্ষে ২৭ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।

এই বিভাগের আরও খবর