রিজুর নতুন সিনেমা ‘ব্ল্যাক লাইট’, অভিনয়ে শাহেদ-আইরিন

সময়: 4:48 am - November 5, 2020 | | পঠিত হয়েছে: 73 বার
রিজুর নতুন সিনেমা ‘ব্ল্যাক লাইট’, অভিনয়ে শাহেদ-আইরিন

দেশের তরুণ ও প্রতিভাবান নির্মাতা রিয়াজুল রিজু। প্রথম সিনেমা ‘বাপজানের বায়স্কোপ’ দিয়েই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাৎ করেছেন। দর্শকদের মনেও তৈরি করেছেন আগ্রহ।

সম্প্রতি নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন রিজু। নাম ‘ব্ল্যাক লাইট’। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। এছাড়াও এতে অভিনয় করছেন যাহের আলভী, রাহা তানহা খান, আবু হেনা রনি, মেহেদী আকাশ, আফরিনা আজাদ, ড্যান্সার ও কোরিওগ্রাফার আলিফ, পীরজাদা শহীদুল হারুণসহ অনেকে।

গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন থিমে নির্মাণাধীন চলচ্চিত্রটি গত ২৫ তারিখ থেকে কক্সবাজার-টেকনাফের মনোরম লোকেশনে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। চলচ্চিত্রটিতে ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন মীর হান্নান এবং কোরিওগ্রাফি করছেন মাটি সিদ্দিকী।

এ প্রসঙ্গে নির্মাতা রিয়াজুল রিজু বলেন, ‘আমার ওস্তাদ শাহেদ শরীফ খান, উনাকে নিয়ে প্রথমবার কাজ করছি। সাথে এই প্রজন্মের একঝাক তরুণ এবং জনপ্রিয় শিল্পীরাও রয়েছে। তন্মধ্যে আইরিন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমি অভিনেত্রী। যাকে আমি বাটারফ্লাই বলেই সম্মোধন করি।’

তিনি আরো বলেন, ‘অভিনেতা-অভিনেত্রী, টেশনিশিয়ান সহ সকলেই প্রচুর কষ্ট এবং শ্রম দিচ্ছেন। চলচ্চিত্রটি আধুনিক, উন্নত মনস্ক, শিক্ষিত ও রুচিশীল দর্শকদের জন্য নির্মাণ করছি। এই সিনেমার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ববাসী নতুন করে দেখবে।’

নির্মাতা ও অভিনেতা শাহেদ শরীফ খান বলেন, ‘রিজু মেধাবী একজন নির্মাতা, ওর সাথে কাজ করে খুবই ইনজয় করছি। সাথে কো আর্টিস্ট, টেশনিশিয়ান তারাও খুবই ভালো কাজ করছে। দর্শক ভিন্ন কিছুই পাবে।’

অভিনেত্রী আইরিন সুলতানা বলেন, ‘রিজু ভাই অসাধারণ গুণী একজন নির্মাতা। উনার সঙ্গে কাজ করতে পেওে ভালো লাগছে। আর শাহেদ ভাইয়ের কথা কি বলবো, উনি তো ওস্তাদ মানুষ। উনার সঙ্গে এর আগেও কাজ হয়েছে, আমাদের বন্ডিংটা খুবই ভালো। আমার বিশ্বাস দর্শকরা আমাদেরকে ভালোভাবেই গ্রহণ করবেন।’

উল্লেখ্য, নির্মাতা এবং অভিনেতা শাহেদ শরীফ খানের সহকারী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন রিয়াজুল রিজু। পরবর্তীতে নিজের মতো করে কাজ করলেও ওস্তাদের দিকনের্দশনা অনুযায়ীই এখন পর্যন্ত সকল কাজ করেছেন তিনি এবং উপমহাদেশের সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এই বিভাগের আরও খবর