ফেসবুকে প্রতারণায় ২৩ লাখ আত্মসাৎ, ৩ বিদেশি আটক

সময়: 3:31 pm - July 2, 2020 | | পঠিত হয়েছে: 79 বার
ফেসবুকে প্রতারণায় ২৩ লাখ আত্মসাৎ, ৩ বিদেশি আটক

ঢাকা: ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে তিন বিদেশিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তারা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব করে উপহার দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত বলে জানিয়েছে সিআইডি।

বৃহস্পতিবার (২ জুলাই) সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ঢাকা মেট্রোর অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার।

আটককৃতরা হলেন- সোলেমান ওরফে Nguegang Tegmo Bertin, Nguenang Towoserge Christian, Ekongo Ernast Ibramhim।

আটককৃতরা দুইজন ক্যামেরুন এবং একজন কেনিয়ার নাগরিক বলে প্রাথমকিভাবে জানতে পেরেছে সিআইডি।

শেখ মেহাম্মদ রেজাউল হায়দার বলেন, বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে ফেসবুকে নিজেদের আমেরিকান বা ইউরোপিয়ান বলে পরিচয় দেয়। ছেলেদের মেয়ে, মেয়েদেরকে ছেলেরা ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়। ভালোভাবে ইংরেজিতে কথা বলে। যাতে কেউ সন্দেহ করতে পারেনি।

তিনি বলেন, তোমাদেরকে কিছু উপহার পাঠাব। উপহার কুরিয়ার সার্ভিসে পাঠাতে কাস্টমস ও কুরিয়ার সার্ভিসের ফি বাবাদ টাকা পাঠাতে বলেন। প্রথম উপহার পাওয়ার আগে দ্বিতীয় উপহার পাঠানোর কথা বলে।

সিআইডির এই কর্মকর্তা বলেন, আটককৃতরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকের সাথে সম্পর্ক গড়ে তোলে। পরে তারা ওই ব্যক্তিদের টার্গেট করে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিত। জেনিটরি নামক ফেইসবুক আইডি ব্যবহার করে আরিফুল ইসলাম ওরফে ফয়সাল নামের এক ভুক্তভুগীর সাথে সম্পর্ক গড়ে তোলে। জেনিটরি নিজেকে একজন আমেরিকান পরিচয় দেন এবং ভুক্তভুগী ফয়সালকে ডিপ্লোম্যাটিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপহার পাঠানোর নামে নগদ আট লাখ ৭০ হাজার এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯৮ হাজার টাকা মোট ২২ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এ চক্রটির সাথে জড়িত বাংলাদেশিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে সিআইডি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার সামসুন্নাহার এবং অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার জিসানুল হক।

এই বিভাগের আরও খবর