নতুন উপাচার্য পেল বুয়েট, উপ-উপাচার্য পেল ঢাবি

সময়: 1:01 pm - June 25, 2020 | | পঠিত হয়েছে: 50 বার
নতুন উপাচার্য পেল বুয়েট, উপ-উপাচার্য পেল ঢাবি

ঢাকা: দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি ছাত্রলীগের হাতে আবরার ফাহাদ হত্যার সময় আলোচিত অধ্যাপক সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

এছাড়াও দেশের আরেক সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষক নেতা অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুর হামিদের আদেশক্রমে বৃহস্পতিবার (২৫ জুন) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিভাগের উপসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। শর্ত সাপেক্ষে তাকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, উপাচার্য পদে তাকে বর্তমান বেতন-ভাতা সুবিধা প্রদান করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাস সীমানায় অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারেন। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে বলেও জানানো ওই বিজ্ঞপ্তিতে।

আর অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেয় হয়েছে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে।

তিনি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন। এছাড়াও তিনি আওয়ামীপন্থি নীল দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে টানা ৪ বারের মতো দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের।

এই বিভাগের আরও খবর