আরও ১২টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

সময়: 5:07 pm - June 22, 2020 | | পঠিত হয়েছে: 94 বার
আরও ১২টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরও ১২টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ৫টি জেলার ১২টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে। জেলাগুলো হলো- ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। সাধারণ ছুটির শর্তে বলা হয়েছে, শুধুমাত্র লাল অঞ্চল (রেড জোন) ঘোষিত এলাকায় বর্ণিত সময়ের জন্য এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। এসব এলাকায় বসবাসরত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

এসব এলাকায় বসবাসরত কিন্তু কর্মস্থল অন্য এলাকায় তাদের জন্যও এ ছুটি কার্যকর হবে বলে প্রজ্ঞাপণে জানানো হয়েছে। তবে জরুরি পরিসেবা এই ছুটির বাইরে থাকবে। এর আগে রবিবার মধ্য রাতের পর ১০ জেলার ২৭ রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপণ দেয় সরকার। জেলাগুলো হচ্ছে- চট্টগ্রাম, বগুড়া, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও মাদারীপুর। এসব জেলার মুন্সিগঞ্জ, কুমিল্লা ও মাদারীপুর ছাড়া বাকি সাত জেলাতে ২১ দিনের জন্য রেড জোন ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর