হাসপাতালের বেডেও জাফরুল্লাহর মাথায় ‘বিশ্ব পুঁজিবাদ ও বাজেট ভাবনা’

সময়: 4:59 pm - June 21, 2020 | | পঠিত হয়েছে: 61 বার
হাসপাতালের বেডেও জাফরুল্লাহর মাথায় ‘বিশ্ব পুঁজিবাদ ও বাজেট ভাবনা’

ঢাকা: জীবনে বহু চড়াই-উৎরাই পেরিয়ে বহু বাধার মুখেও সত্য ও সংগ্রামের পথে যে মানুষ আপসহীন তার নাম ডা. জাফরুল্লাহ চৌধুরী। গোটা দেশ, এমনকি গোটা পৃথিবীটাকেই যখন মহামারি করোনা ভাইরাস তছনছ করে দিচ্ছে, তখন আরও একবার করোনা জয় করে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন একাত্তরের এই বীর মুক্তিযোদ্ধা। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর বেশ কিছুদিন জীবন-মৃত্যুর ঝুঁকিতে হাসপাতালের বেডেই কেটেছে তার। এখন শরীর বেশ সাড়া দিচ্ছে। আগের চেয়ে অনেকটাই সুস্থ বোধ করছেন।

কিন্তু বিশ্রামে থাকার এই দিনগুলোতেও সময়কে বৃথা যেতে দেন না যিনি, তিনি এই জাফরুল্লাহ চৌধুরী। করোনামুক্ত হলেও এখনও তিনি হাসপাতালেই চিকিৎসকদের পরিচর্যায় আছেন। আর ঠিক এই সময়টাতেই তার কলম গড়িয়ে নামছে করোনার অভিজ্ঞতা ও অভিজ্ঞান। হাসপাতালেই বেডে শুয়েই লিখছেন- “করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ ও ২০২০-২১ বাংলাদেশে বাজেট” শীর্ষক নিবন্ধ। আর এই লেখালেখির ভেতর দিয়েই সময়কে ব্যস্ত করে তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা: জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে ব্রেকিংনিউজকে বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তবে গত পরশু বেশি কথা বলার কারণে গলার স্বর কমেছে। নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত খাওয়াদাওয়া করছেন, আর লেখালেখি নিয়েও ব্যস্ত।’

তিনি বলেন, ‘আমি আজ (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করার পর অধ্যাপক ডা. নাজীব মোহাম্মদের কাছে উনার শারীরিক অবস্থা জানতে পেরেছি।’

ওই চিকিৎসকের বরাত দিয়ে মিন্টু বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সবদিক দিয়ে গতকালের চাইতে কিছুটা উন্নতি। ফুসফুসের সংক্রমণ গতকালের চাইতে আরেও কমছে। নিয়মিত এন্টিবায়োটিক দিতে হচ্ছে। শারীরিক অবস্থা গতকালের চাইতে আরেও বেশ উন্নতি। নিয়মিত কিডনি ডায়ালোসিস করছেন। এখন আর অক্সিজেন প্রয়োজন হয় না। তবে গলা ব্যাথার জন্য কথা বলতে কিছুটা কষ্ট হচ্ছে।’

তিনি বলেন, ‘একটু একটু কথা বলতে পারেন এবং ঈশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকগণ তাকে জরুরি প্রয়োজন ব্যতিত কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনা ভাইরাস ইনফেকশন নাই। তবে নতুন ব্যাকটেরিয়া ইনফেকশন অনেক কমছে। তাকে আরো বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।’

ঐক্যফ্রন্টের এই দফতর প্রধান বলেন, ‘ডা. জাফরুল্লাহ মানসিকভাবে অনেক উজ্জীবিত। চিকিৎসাধীন অবস্থায়ও গণস্বাস্থ্যের স্থাপিত হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজখবর নিচ্ছেন। করোনা ভাইরাসের মহামারিতে অসহায় দেশবাসীর খোঁজখবর নিচ্ছেন। সাম্প্রতিক বাজেট ও করোনা ভাইরাসের মহামারি হতে দেশের অসহায় মানুষের খাদ্য এবং সহজে চিকিৎসাসেবা, উত্তরণে করণীয় নিয়ে লেখালেখিতে হাসপাতালে অসুস্থ শরীর নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।’

নিজের দ্রুত আরোগ্যলাভের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বলেও জানান জাহাঙ্গীর আলম মিন্টু।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এই বিভাগের আরও খবর