সেই শিক্ষিকার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন
বেরোবি সংবাদদাতা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে কটাক্ষ করে আইসিটি আইনে গ্রেফতার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষিকা সিরাজুম মুনিরাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মুহিব্বুল ইসলাম।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়েরকৃত আইসিটি আইনের মামলায় গ্রেফতারকৃত শিক্ষিকা সিরাজাম মুনিরাকে রবিবার আদালতে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার করা এজাহারের সাথে সম্পূরক হিসেবে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছি। শুনেছি আগামী সোমাবার ভার্চুয়াল কোর্টে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ বিষয়ে শুনানি হবে। মহামান্য আদালত তাকে জেলে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেন।