এক বছর হয়ে গেল ম্যারাডোনা নেই

সময়: 7:59 pm - November 25, 2021 | | পঠিত হয়েছে: 85 বার
এক বছর হয়ে গেল ম্যারাডোনা নেই

ক্রীড়া ডেস্ক: ৬০ বছর বয়সেই যে ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা দুনিয়া থেকে বিদায় নেবেন এটা কারো হয়তো কল্পনায় ছিলো না। ঠিক এক বছর আগে আজকের এই দিনে কার্ডিয়াক অ্যারেস্ট কেড়ে নিয়েছিল ফুটবল রাজপুত্রকে। ম্যারাডোনা নেই, মেনে নিতে কষ্ট হয়নি এমন মানুষ খুঁজে বের করাও মুশকিল। এই ফুটবল বিস্ময়ের মৃত্যুবার্ষিকী পালনে বিশেষ আয়োজন রয়েছে বুয়েনস আয়ার্স, বার্সেলোনা ও নাপোলিতে।

ক্লাব পর্যায়ে ম্যারাডোনা ফুটবল খেলা শুরু করেন ৮ বছর বয়সে। ১৯৭৫ সালে তিনি যোগ দেন আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবে। টানা ৬ বছর এই ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এর মাঝে ১৯৭৭-৭৯ সাল পর্যন্ত আর্জেন্টিনা আন্ডার টোয়েন্টি দলের হয়ে জাতীয় পর্যায়ে খেলেছেন সাবেক এই ফুটবলার।

ম্যারাডোনা ১৯৭৭ সালে জাতীয় দলে নাম লেখান। ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার চারটি আসরে অংশ নেন তিনি। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই খেলোয়াড়ের নেতৃত্বেই ১৯৮৬ সালে দ্বিতীয় বিশ্বকাপ পায় আর্জেন্টিনা।

জাতীয় দলের পাশাপাশি বেশ কয়েকটি ক্লাবের হয়ে হয়ে খেলেছেন ম্যারাডোনা। ১৯৮১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বোকা জুনিয়র্স, বার্সালোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন তিনি।

দুইবার স্থানান্তর ফির বিশ্ব রেকর্ড রয়েছেন ম্যারাডোনার। ১৯৮২ সালে বোকা জুনিয়র্স থেকে বার্সালোনায় স্থানান্তরের সময় ৫ মিলিয়ন ইউরোর রেকর্ড গড়েন তিনি। এরপর ১৯৮৪ সালে বার্সালোনা ছাড়ার সময় ৬.৯ মিলিয়ন ইউরোর রেকর্ড গড়েন তিনি।

১৯৮৬ সালের বিশ্বকাপ আসরে সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণ জিতেছিলেন ম্যারাডোনা। ওই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচই তাকে স্মরণীয় করে রাখবে বলে বিশ্বাস করেন ফুটবলের বিশ্ব তারকা এবং বিশেজ্ঞরা। ওই ম্যাচে ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা; আর দলের হয়ে দুটি গোলই করেন ম্যারাডোনা। প্রথম গোলটি বিতর্কিত হলেও ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের দ্বিতীয় গোলটি শতাব্দীর সেরার গোল হিসেবে নির্বাচিত হয়েছিল।

ম্যারাডোনাকে ক্রীড়া জগতের সবচেয়ে বিতর্কিত এবং উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অন্যতম হিসেবে মনে করা হয়। ১৯৯১ সালে ইতালিতে ড্রাগ টেস্টে কোকেইন পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ায় ১৫ মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হন তিনি। ১৯৯৪ বিশ্বকাপে ইফিড্রিন টেস্টে আবারও ইতিবাচক ফলাফলের জন্য প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয় তাকে।

২০০৮ সালের নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব পান ডিয়াগো। ২০১০ বিশ্বকাপের পর ১৮ মাসের চুক্তি শেষ হওয়ায় দায়িত্ব ছাড়েন তিনি।

ম্যারাডোনার মৃত্যুর এক বছর না ঘুরতেই অবশ্য তাঁকে নিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন কিউবান এক নারী। আজ থেকে দুই দশক আগের ঘটনা সামনে এনে এই আর্জেন্টাইনকে নতুন করে আবার বিতর্কিত করেছেন। এর পরও ‘ফুটবল ঈশ্বর’কে নিয়ে আবেগে ভাসছে মানুষ। ম্যারাডোনার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আর্জেন্টিনা প্রিমিয়ার লিগে নতুন থিম সং করা হয়েছে তাঁর খেলার সব ভিডিও ক্লিপস। ম্যাচ ডে-তে যেটি দেখানো হবে প্রতিটি মাঠেই। গত পরশুও লিগের ম্যাচ শুরুর আগে প্রতিটি দলের খেলোয়াড়রা সম্মান জানিয়েছেন তাকে।

এই বিভাগের আরও খবর