শ্রীলংকার ভাবনায় সাকিব-মোস্তাফিজ-মাহমুদউল্লাহ

সময়: 9:04 pm - October 23, 2021 | | পঠিত হয়েছে: 122 বার
শ্রীলংকার ভাবনায় সাকিব-মোস্তাফিজ-মাহমুদউল্লাহ

স্পোর্টস: পাঁচ মাস আগে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের ছবিটা এখনও ভোলেনি শ্রীলংকা। সাড়ে তিন বছর আগে নিজেদের দেশের মাটিতে নিদাহাস কাপ টি-২০ টুর্নামেন্টে ২ ম্যাচের দুটিতেই হেরে যাওয়ার ক্ষতটা এখনো শুকায়নি শ্রীলংকার।

সেই বাংলাদেশের সাথে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে খেলতে নামার আগে সতর্ক শ্রীলংকার অধিনায়ক দাসুন সানাকা-‘ ভালো একটি ম্যাচ প্রত্যাশা করছি। কোয়ালিফায়ারে বাংলাদেশ ভালো করেছে। টি-টোয়েন্টি ছোট খেলা। আমাদের দিনে আমরা কতটা ভালো তা সবাই দেখেছে। ভালো একটি ম্যাচ হবে। আমাদের নিজেদের শক্তি কাজে লাগিয়ে খেলতে হবে।’
কোয়ালিফাইয়ারে ‘এ’ গ্রুপে প্রতিটি ম্যাচ বড় ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শ্রীলংকা সুপার-১২ এ। একদল নতুনকে নিয়ে এবারের মিশনে সানাকা দারুণ কিছুর স্বপ্ন দেখছেন-‘ছেলেদের জন্য এটা দারুণ। দলে বেশিরভাগই তরুণ। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ ছিল। অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত নেওয়াও আমার জন্য সহজ হয়ে গিয়েছিল। ছেলেরা ভালো করেছে, নিজেদের স্কিল দেখিয়েছে। তারা টুর্নামেন্ট জিততে পারে সেই সামর্থ্য প্রমাণ করেছে।’
সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ওয়ানডে, টি-২০ তে ব্যবধান তৈরি হয়েছে শ্রীলংকার। তারপরও বাংলাদেশের চেয়ে শ্রীলংকাকে বেটার দল মনে করছেন সানাকা-কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে জয়ের ধারায় আছে। তবে আমাদের দলটা তুলনামূলক ভালো। আমাদেরই বেশি সুযোগ আছে।’
সারজায় নেদারল্যান্ডসকে ৪৪ রানে অল আউট করার সুখস্মৃতিটা শ্রীলংকার টাটকা। সারজায় স্পিন ধরেছে ভাল। সারজায় বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচেও স্পিনাররা ছড়ি ঘোরাবেন, এমনটাই মনে করছেন সানাকা-‘ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে।’
সুপার টুয়েলভে প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে ভালই পরিকল্পনা করেছে শ্রীলংকা। শ্রীলংকার বিপক্ষে ৬ টি-২০ ম্যাচে সাকিব, মোস্তাফিজ দুজনেরই আছে ১১টি করে উইকেট। তাছাড়া চলমান টি-২০ বিশ্বকাপে প্রথম পর্বে সাকিব-মোস্তাফিজ দারুণ বোলিংয়ে নিজেদেরকে মেলে ধরেছেন। ৩ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন সাকিব, মোস্তাফিজের সেখানে ৬ উইকেট। আইপিএলের সদ্য সমাপ্ত আসরে খেলার অভিজ্ঞতাও আছে তাদের। সেকারণেই এই দুইজনকে নিয়ে বিশেষ পরিকল্পনা করতে হচ্ছে শ্রীলংকাকে।

সর্বশেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাহমুদউল্লাহর ব্যাাটিং ঝড় এবং সাড়ে তিন বছর আগে শ্রীলংকার বিপক্ষে নিদাহাস কাপে মাহমুদউল্লাহর ম্যাচ উইনিং ইনিংস দুটিও মনে রেখেছেন সানাকা। সে কারণেই বাংলাদেশের এই তিন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে বলে জানিয়েছেন সানাকা-‘ম্যাচ নিয়ে ভালো পরিকল্পনাই সাজিয়ে রেখেছি। বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে আমরা ভাবছি। অন্য যে স্পিনাররা আছে তাদের কথাও ভুলে গেলে চলবে না। তবে আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি কাল ভালো একটি ম্যাচ হবে। তাদের ভালো কিছু খেলোয়াড় আছে। ফিজ, সাকিব, মাহমুদউল্লাহ। তারা ভালো দল।’

এই বিভাগের আরও খবর