উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৭

সময়: 6:38 pm - October 22, 2021 | | পঠিত হয়েছে: 44 বার
উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৭

কক্সবাজার: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া, অস্ত্রসহ মুজিব নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার, ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হাতাহতের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ১৮নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

তিনি বলেন, কী কারণে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি। সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হলেও পরিচয় এখনো শনাক্ত হয়নি। আরো বেশ কয়েকজনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর