অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী আর নেই
সময়: 5:33 pm - October 21, 2021 | | পঠিত হয়েছে: 135 বার
বিনোদন : নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি… রাজিউন)।
অভিনয় শিল্পী সংঘের সেক্রেটারি আহসান হাবিব নাসিম তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ইবনে সিনায় ডায়ালাইসিস করাতে যান তিনি।
তার জানাজা ও দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন আহসান হাবিব নাসিম
দীর্ঘদিন ধরেই অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতা ও নাট্যকার হিসেবেও অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।