‘মাস্ক ছাড়া কাউকে পূজামণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না’

সময়: 7:14 am - October 5, 2021 | | পঠিত হয়েছে: 40 বার
'মাস্ক ছাড়া কাউকে পূজামণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না'

ঢাকা: শারদীয় দুর্গাপূজা উদযাপনের সময়ে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ছাড়া কাউকে পূজামণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে ডিএমপি সদর দফতরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সভায় উপকমিশনার (ডিসি) ও ওসিদের নিয়ে বৈঠক করেন শফিকুল ইসলাম।

বৈঠকে তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত কার কী দায়িত্ব- তার নির্দেশনা ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। এ ছাড়া পূজা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় স্থানীয় লোকজনকে নিয়ে নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, যারা এক ডোজও করোনার টিকা নেননি কিংবা যারা পঞ্চাশোর্ধ্ব তাদের অধিক সতর্কতা অবলম্বনের পাশাপাশি সত্তরোর্ধ্বদের পূজামণ্ডপে না আসার পরামর্শ দিয়েছে ডিএমপি।

এই বিভাগের আরও খবর