বিএনপিকে মানুষ কোন আশায় ভোট দেবে: প্রধানমন্ত্রী
ঢাকা: ভোটে জেতার আত্মবিশ্বাস না থাকায় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি। দলটিকে মানুষ কোন আশায় ভোট দেবে এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি আগের মতোই নির্বাচন কমিশন গঠন করবেন বলেও জানান তিনি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জিয়ার শাসনামলে সামরিক বাহিনীর যেসব কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তার তদন্ত হওয়া উচিত। এছাড়া, ই-কমার্সের নামে প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে এমন প্রতারকদের শনাক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।
সেসঙ্গে জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছে বলে জানান শেখ হাসিনা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।
এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আর্ন্তজাতিক সংস্থাগুলোর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনেক আন্তর্জাতিক সংস্থার কর্মকাণ্ডে মনে হয়, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর বিষয়ে তাদের খুব বেশি আগ্রহ নেই। আমার কাছে একটা জিনিস মনে হয়, রিফিউজি থাকলে কিছু লোকের লাভই হয়। অনেক প্রস্তাব আসে রোহিঙ্গাদের জন্য, এখানে অনেক কিছু করে দিতে চায়। আমি সোজা বলে দিই, যান মিযানমারে, ওখানে ঘর করেন, স্কুল করেন, এখানে করা লাগবে না। আমার কাছে যেটা মনে হয়, তাদের কাছে সব কিছুই যেন একটা ব্যবসা।’
মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়হীনদের সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ঘর নিয়ে দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ’আশ্রয়ণ প্রকল্পে ৯টি জায়গায় দুর্নীতি পেয়েছি। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে। তবে তিনি জানতে চান গৃহহীনদের দেয়া দেড় লাখ ঘরের সবগুলোই কি ভেঙে পড়েছে নাকি কেউ ভেঙেছে? এ সময় প্রধানমন্ত্রী প্রজেক্টরে ক্ষতিগ্রস্ত কিছু ঘরের ছবি দেখিয়ে বলেন, এগুলো হাতুড়ি-শাবল দিয়ে ভেঙেছে। আপনারা বিষয়টি একটু ভালো করে দেখেন, খোঁজ নেন। আপনারা এটা খুঁজে বের করলেন না, কারা এটা ভাঙল। করোনাকালে ঘরগুলো তৈরির ফলে এত মানুষের কাজের সুযোগ হলো, সেটাও দেখলেন না। আমি কি জানতে পারি কেন আপনারা এটা দেখেননি?’
’এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’ দেশের মানুষকে উৎসর্গ করার কথা জানিযে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনার মধ্যেও অর্থনৈতিকভাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার স্বীকৃতি এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’। এই সম্মাননা দেশের মানুষের প্রাপ্য।’