নিম্নমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন
সময়: 8:09 am - August 29, 2021 | | পঠিত হয়েছে: 46 বার
ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৮৪ ও ২৪৪৫ পয়েন্টে রয়েছে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫০ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৮০ পয়েন্টে অবস্থান করে।