পরীমণিকে ফের রিমান্ডে চায় সিআইডি, বৃহস্পতিবার শুনানি

সময়: 6:37 pm - August 18, 2021 | | পঠিত হয়েছে: 43 বার
পরীমণিকে ফের রিমান্ডে চায় সিআইডি, বৃহস্পতিবার শুনানি

ঢাকা: চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আরও ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। বুধবার (১৮ আগস্ট) এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বনানী থানার মাদকদ্রব্য আইনে করা মামলায় পরীমণিকে ফের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৮ আগস্ট) পরীমণির জামিনের জন্য শুনানি করতে আসেন তার আইনজীবী মুজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আরও অনেকে। কিন্তু একই মামলায় তদন্ত কর্মকর্তা আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য আগামীকাল (১৯ আগস্ট) ধার্য করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় মাদকের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা মুজিবুর রহমানসহ আরও অনেকে জামিনের জন্য আবেদন করেন।

দুই পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই বিভাগের আরও খবর