এবার জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেলেন মেসি

সময়: 7:39 am - July 17, 2021 | | পঠিত হয়েছে: 42 বার
এবার জালিয়াতির অভিযোগ থেকে মুক্তি পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক: কয়েকদিন আগেই আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই দারুণ খুশি এ তারকা। আপাতত সেটাকে আরও বাড়িয়ে নিতে পরিবারের সঙ্গে তিনি ছুটি কাটাতে গেছেন মিয়ামিতে। সেখানে বসেই এবার কিং লিও পেলেন আরেকটি সুখবর। ২০২০ সালে তার বিরুদ্ধে ওঠা জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং তছরুপের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।

২০২০ সালে ফেডেরিকো রেত্তোরি নামক এক আর্জেন্টাইন ব্যক্তি মেসির বিরুদ্ধে জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং তছরুপের অভিযোগ করেছিলেন। তার দাবি, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সে সময় অবশ্য তার অভিযোগ নাকচ করে দেওয়া হয়।
মেসির সংস্থা যে অর্থ পেত তা সোজাসুজি দান করে দেওয়ার কথা। কিন্তু তা নাকি হয়নি। সেই অর্থ যেত বিভিন্ন ব্যাংকে এবং ব্যক্তিগত কাজে। এমন অভিযোগই এনেছিলেন রেত্তোরি। তবে স্পেনের আদালত জানিয়েছে দুই বছর ধরে তদন্ত করেও মেসির কোনও অনৈতিক কাজ চোখে পড়েনি। ওই ব্যক্তির অভিযোগ প্রমাণ করার মতো কোনও কিছু খুঁজেও পাওয়া যায়নি।

রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন তার কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পেনের আদালত।

এই বিভাগের আরও খবর